জাহান্নামের সাপ ও বিচ্ছু
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেনঃ "জাহান্নামে বড় ঘার বিশিষ্ট উটের ন্যায় সাপ আছে। সে সাপ গুলো এমন বিষাক্ত ও ভয়ংকর যে, যদি করবার কাউকে দংশন করে তবে চল্লিশ বৎসব পর্যন্ত তার বিষের ক্রয়া থাকবে। আর জাহান্নামে কাঠ বহনকারী খচ্চরের ন্যায় কিছু বিচ্ছু আছে। সেগুলো একবার কাউকে দংশন করে তবে চল্লিশ বৎসর পর্যন্ত তার দংশন জ্বালা সে (জাহান্নামী) অনুভব করবে।" -(আহমদ)
No comments