জাহান্নামের শ্রেণী বিন্যাস

"জাহান্নামের সাতটি দরজা (স্তর) আছে। প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে।" -(সূরা আল হিজরঃ ৪৪)

অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরকালের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১। হাবিয়া
২। জাহীম
৩। সাকার
৪। লাযা
৫। সাঈর
৬। হুতামাহ্
৭ জাহান্নাম
ভিবিন্ন স্তরে ভিবিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে। যেমনঃ কাফের, মুশরিক, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে। যথাঃ
১। (গাছছাক) একটি হৃদঃ যা জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পুঁজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে।

২। (গিছলিন) এটা হচ্ছে জাহান্নমীর মল-মুত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন ক্ষুদা-তৃষ্ণা অনুভব করবে তখন উপরোক্ত দু'জায়গা হতে পানাহার করতে দেয়া হবে। তাছাড়া "তীনাতুল খবল" নামক বিষ ও পু্ঁজে পরিপূর্ণ আরেকটি কুপের কথাও হাদীসে উল্লেখ করা হয়েছে।

৩। (সাউদ) : এটা তীনাতুল খবলের পাড়ে একটি বিশাল পাহাড়।
এক শ্রেণীর জাহান্নামীদেরকে ঐ পাহাড়ের উঠায়ে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে। পুনরায় উঠানো হবে এবং ফেলা হবে এভাবে শাস্তি দেয়া হবে। ইরশাদ হচ্ছঃ "সহসা-ই আমি তাকে সাউদ "নামক পর্বতে চড়াবো।" -(সূরা মুদ্দাসসিরঃ ১৭)

৪। (যুব্বুল হজন) : এটা জাহান্নামীদের আরেকটি ঘাঁটি। এখানে রিয়াকার ও অহংকারী লোকদেরকে সাস্থি দেওয়া হবে।

৫। (গাই) : এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ংকর জায়গা। কেননা "গাই"য়ের ভীতিজনক হুংকার শ্রবনে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন "গাই" হতে চারশত বার আশ্রয় প্রার্থনা করে।

No comments

Powered by Blogger.