জাহান্নামের আগুন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেনহ "তোমাদের ব্যবহৃত আগুন (তাপমাত্রার দিক থেকে) জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র।" সাহাবাগণ আরজ করলেনঃ ইয়া রাসুলাল্লাহ্! দহনের জন্য এ আগুনি কি যথেষ্ট নয়?" তিনি বললেনঃ "হ্যা তবুও পৃথীবির আগুনের চেয়ে জাহান্নামের আগুন উনসত্তর গুন বেশি দহন শক্তি সম্পর্ন।" -(বুখারী, মুসলিম)

তারগীব ও তারহীবের এক বণর্নায় আছে- "(জাহান্নামীগণ যদি পৃথিবীর আগুনের সংস্পর্শে আসতো তাহলে সুখনিদ্রা এসে যেতো।" অন্য এক রিওয়াতে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেনঃ "এক হাজার বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেয়া হয়েছে। ফলে তা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর আবার এক হাজার বৎসর পর্যন্ত উত্তাপ দেয়া হয়েছে। পরে তা সাদা বর্ণ ধারণ করেছে। এতঃপর আরো এক হাজার বৎসর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে। তারপর তা কালো বর্ণধারণ করেছে। সুতরাং বর্তমানে তা গাঢ় কালো ও তমসাচ্ছন্ন।" -(তিরমিযি)

No comments

Powered by Blogger.