জাহান্নামের একটি বিশেষ মাথা

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "কেয়ামতের দিন জাহান্নাম থাকে একটি বিশেষ মাথা বের হবে। তার দুটো চোখ কান থাকবে যা দিয়ে সে দেখতে ও শুনতে পাবে এবং একটি জিব্বাও থাকবে, তা দিয়ে সে কথা বলবে। সে বলতে থাকবেঃ আমাকে তিন ব্যক্তির উপর প্রাধান্য দেয়া হয়েছে।
(১) অহংকারী ও বিদ্রোহী (২) যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ্ মনোনীত করেছ এবং (৩) চিত্রকর।" -(তিরমিযি)

No comments

Powered by Blogger.