আল্লাহ ও রসুলের অস্কীকারকারীদের জন্য জাহান্নাম
"যে সব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তা আবাস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা।"-(সূরা মূলকঃ ৬)
"যারা কুফুরী করেছে এবং কাফের অবস্থাই মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর, ফেরেশতাদের ও সমস্থ মানুষের লা'নত। এ অবস্থায় তারা (জাহান্নামে) অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবেনা অথবা অন্য কোন অবকাশ দেয়া হবেনা।" -(সূরা বাকারাহঃ ১৬১-১৬২)
"আমরা কাফেরদের (আল্লাহ ও রসুলের অস্কীকারীর) জন্য শিকল, কন্ঠকড়া, ও দাউ দাউ করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি।" -(সূরা দাহরঃ ৪)
অন্যত্র বলা হয়েছে, যারা কুফুরী করবে তাদের জান্নাতে যাওয়া ততোখানি অসম্ভব যতখানি অসম্ভব সুচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করা। আল কোরআনে বলা হয়েছেঃ
"যারা আমার আয়াত গুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে, তাদের জন্য আসমানের দরজা কখনো খুলা হবেনা। তাদের জান্নাতে যাওয়া ততোখানি অসম্ভব যতখানি অসম্ভব সুচের ছিদ্রের পথে উট প্রবেশ। অপরাধীদের জন্য প্রতিফল এমন হওয়াই উচিৎ। তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নিদিষ্ট আছে। আমরা জালেমদেরকে এরকম প্রতিফলই দিয়ে থাকি। -(সূরা আরাফঃ ৪০-৪১)
"যারা কুফুরী করেছে এবং কাফের অবস্থাই মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর, ফেরেশতাদের ও সমস্থ মানুষের লা'নত। এ অবস্থায় তারা (জাহান্নামে) অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবেনা অথবা অন্য কোন অবকাশ দেয়া হবেনা।" -(সূরা বাকারাহঃ ১৬১-১৬২)
"আমরা কাফেরদের (আল্লাহ ও রসুলের অস্কীকারীর) জন্য শিকল, কন্ঠকড়া, ও দাউ দাউ করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি।" -(সূরা দাহরঃ ৪)
অন্যত্র বলা হয়েছে, যারা কুফুরী করবে তাদের জান্নাতে যাওয়া ততোখানি অসম্ভব যতখানি অসম্ভব সুচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করা। আল কোরআনে বলা হয়েছেঃ
"যারা আমার আয়াত গুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে, তাদের জন্য আসমানের দরজা কখনো খুলা হবেনা। তাদের জান্নাতে যাওয়া ততোখানি অসম্ভব যতখানি অসম্ভব সুচের ছিদ্রের পথে উট প্রবেশ। অপরাধীদের জন্য প্রতিফল এমন হওয়াই উচিৎ। তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নিদিষ্ট আছে। আমরা জালেমদেরকে এরকম প্রতিফলই দিয়ে থাকি। -(সূরা আরাফঃ ৪০-৪১)
No comments